ভূগোল প্রথম পত্র এইচএসসি বহু নির্বাচনী প্রশ্ন
১। যান্ত্রিক বিচূর্ণীভবন লক্ষ করা যায়—
i. মরু অঞ্চলে
ii উচ্চ পার্বত্য অঞ্চলে
iii উচ্চ অক্ষাংশে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
২। অধিক গভীর ও খাড়া ঢালবিশিষ্ট গিরিখাতগুলোকে কী বলে?
ক. ক্যানিয়ন খ. স্পার
গ. খরস্রোত ঘ. উপত্যকা
৩। সিঁড়ির মতো সৃষ্ট ভূমিরূপ—
ক. নদীছেদন
খ. সর্পিল বাঁক
গ. নদীমঞ্চ
ঘ. প্রাকৃতিক বাঁধ
৪। বাংলাদেশের কোথায় প্লাবন সমভূমি দেখা যায়?
ক. যমুনায় খ. তিস্তায়
গ. মেঘনায় ঘ. ব্রহ্মপুত্রে
৫। বাংলাদেশের প্রকৃত সম্পদ কোনটি?
ক. কয়লা
খ. প্রাকৃতিক গ্যাস
গ. মৃত্তিকা ঘ. চুনাপাথর
৬। বাংলাদেশের পাহাড়ি নদী কোনটি?
ক. সাংগু খ. পদ্মা
গ. মেঘনা ঘ. ধলেশ্বরী
৭। স্রোতের বেগ কম থাকে কোথায়?
ক. সমভূমিতে
খ. ব-দ্বীপ অবস্থায়
গ. মধ্যগতিতে
ঘ. পার্বত্য অবস্থায়
উদ্দীপকটি পড়ো এবং ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :
জনি পড়াশোনার জন্য চীনে গিয়ে দেখল, পাহাড়ের ঢালে সিঁড়ির মতো ধাপবিশিষ্ট সমতলে ভূমি প্রস্তুত করে তাতে আমন ধানের চাষাবাদ করা হচ্ছে।
৮। জনি চীনে যে চাষাবাদ পদ্ধতি দেখল, তাকে কী বলে?
ক. খড় চাষ খ. পাড় চাষ
গ. সোপান চাষ
ঘ. মৌসুমি চাষ
৯। উদ্দীপকের চাষ পদ্ধতি চীন ছাড়াও দেখা যায়—
i. কোরিয়ায় ii পেরুতে
iii দক্ষিণ আফ্রিকায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১০। দুই নদীর মধ্যবর্তী ভূমিকে কী বলে?
ক. নদী উপত্যকা খ. নদী অববাহিকা
গ. জল বিভাজিকা ঘ. দোয়াব
১১। বিশ্বের সর্ববৃহৎ গাঙ্গেয় বদ্বীপ কোন দেশে অবস্থিত?
ক. ভারতে খ. বাংলাদেশে
গ. ভুটানে ঘ. নেপালে
১২। বাংলাদেশের কোথায় চলন বিল অবস্থিত?
ক. সিলেটে খ. রংপুরে
গ. রাজশাহীতে ঘ. বরিশালে
১৩। কোন নদীতে অশ্বক্ষুরাকৃতির হ্রদ দেখা যায়?
ক. নীল খ. আমাজন
গ. মেঘনা ঘ. মিসিসিপি
১৪। কোন নদীর ওপর ভারত ফারাক্কা বাঁধ নির্মাণ করেছে?
ক. বরাক খ. গঙ্গা
গ. গোমতী ঘ. কীর্তনখোলা
১৫। বাংলাদেশ ও মিয়ানমারের সীমানা নির্ধারণকারী নাফ নদীর দৈর্ঘ্য কত কিলোমিটার?
ক. ৪৬ খ. ৫২
গ. ৫৬ ঘ. ৬৫
১৬। নদীর নিম্নগতিতে দেখা যায়?
i. ব-দ্বীপ রর অশ্বক্ষুরাকৃতির হ্রদ
iii জলপ্রপাত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
বহু নির্বাচনী উত্তরগুলো
১. ঘ ২. ক ৩. গ ৪. ক ৫. গ ৬. ক ৭. খ ৮. গ ৯. ক ১০. ঘ ১১. খ ১২. গ ১৩. ঘ ১৪. খ ১৫. গ ১৬. ক
এইচএসসি (Kalerkantho/25 Apr)
বহু নির্বাচনী প্রশ্ন
১। শৈলশিয়ার ক্ষেত্রে সমোন্নতি রেখাগুলো কিরূপ হয়?
ক. ছোট খ. দীর্ঘ
গ. ছোট ও সমান্তরাল
ঘ. দীর্ঘ ও সমান্তরাল
২। সবচেয়ে ধ্বংসাত্মক প্রাকৃতিক বিপর্যয় কোনটি?
ক. খরা
খ. ধস
গ. ভূমিকম্প
ঘ. ভূমিক্ষয়
৩। ভূমিকম্পের উত্পত্তিস্থলকে কী বলে?
ক. কেন্দ্র খ. উপকেন্দ্র
গ. চ্যুতি ঘ. সুনামি
৪। দ্বীপবলয় বেশি দেখা যায় কোন মহাসাগরে?
ক. প্রশান্ত
খ. আটলান্টিক
গ. ভারত
ঘ. আরব
৫। মৃত আগ্নেয়গিরির জ্বালামুখে বৃষ্টির পানি সঞ্চিত হয়ে কী সৃষ্টি হয়?
ক. নদী খ. সাগর
গ. পুকুর
ঘ. হ্রদ
৬। ২০০৪ সালে কিসের আঘাতে ভারত মহাসাগরের উপকূলীয় এলাকায় প্রায় ৩ লাখ লোক মারা যায়?
ক. সিডরে খ. আইলায়
গ. ভূমিকম্পে ঘ. সুনামিতে
উত্তরগুলো মিলিয়ে নাও
১. ঘ ২. গ ৩. ক ৪. ক ৫. ঘ ৬. ঘ
এইচএসসি প্রস্তুতি (Kalerkantho/27 Mar)
অনুধাবনমূলক প্রশ্ন :
১। জীবতত্ত্ব কী বিষয় নিয়ে আলোচনা করে?
ক. উদ্ভিদ ও জীবজন্তু
খ. উদ্ভিদ ও পানি
গ. জীবজন্তু ও পানি ঘ. পানি ও মাটি
২। পৃথিবীর ভূমিরূপ সৃষ্টির কারণ—
ক. বন্যা
খ. পাহাড়ধস
গ. ভূ-আলোড়ন
ঘ. জলোচ্ছ্বাস
৩। ভূগোলকে প্রাকৃতিক বিজ্ঞানের কী বলা হয়?
ক, পিতা
খ. জননী
গ. বন্ধু
ঘ. অভিভাবক
৪। কিসের ফলে বায়ুরাশি পৃথিবীর গায়ে লেগে আছে এবং পৃথিবীর সঙ্গে আবর্তন করছে?
ক. আলোকবর্ষ
খ. অভিকর্ষণ
গ. মাধ্যাকর্ষণ
ঘ. মহাকর্ষ
৫। প্রাকৃতিক ভূগোলের কোন অংশে পদার্থবিদ্যা আলোচিত হয়?
ক. পানিবিদ্যা
খ. মৃত্তিকাবিদ্যা
গ. সমুদ্রবিদ্যা
ঘ. ভূমিরূপবিদ্যা
৬। প্রাণ এবং পরিবেশের মিথস্ক্রিয়া আলোচিত হয় কোন বিদ্যায়?
ক. জলবায়ুবিদ্যা
খ. পানিবিদ্যা
গ. জ্যোতির্বিদ্যা
ঘ. বাস্তুবিদ্যা
৭। কোন প্রক্রিয়ায় পানি বায়ুমণ্ডলে প্রবেশ করে?
ক. মেঘ হয়ে
খ. বরফকণা হয়ে
গ. বাষ্পীভূত হয়ে
ঘ. ঘনীভূত হয়ে
৮। পৃথিবীর আবহাওয়া ও জলবায়ুর জন্য কোনটি দায়ী?
ক. বায়ুমণ্ডল
খ. জীবমণ্ডল
গ. জলবায়ুতত্ত্ব
ঘ. ভূমিরূপবিদ্যা
৯। উত্পত্তির সময় পৃথিবীর অবস্থা কেমন ছিল?
i. জ্বলন্ত বাষ্পপিণ্ড
ii. গ্যাসীয় পিণ্ড
iii. অগ্নিপিণ্ড
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১০। প্লেট টেকটনিক তত্ত্ব মতে, সমগ্র পৃথিবীতে কয়টি বৃহৎ প্লেট রয়েছে?
ক. ৭টি
খ. ৮টি
গ. ৯টি
ঘ. ১০টি
১১। গ্রানাইট ও ব্যাসল্ট-জাতীয় শিলাস্তরের সীমারেখাকে কী বলে?
ক. কনডার বিযুক্তি
খ. কনডাল বিযুক্তি
গ. কনরাড বিযুক্তি
ঘ. কনডাম বিযুক্তি
১২। সূর্যের সঙ্গে পৃথিবীর সম্পর্কের কারণ কী?
ক. পৃথিবী ও সূর্যের একই কক্ষপথ থাকে
খ. পৃথিবী সূর্যের নিকটবর্তী কক্ষপথে থাকে
গ. সূর্য ও পৃথিবী সমান আকৃতির
ঘ. পৃথিবী সূর্যের একটি উপগ্রহ
১৩। কোন উপাদানের আধিক্যের জন্য অক্ষমণ্ডলকে সীমা বলা হয়?
i. সিলিকন ও ম্যাগনেশিয়াম
ii. সিলিকন ও অ্যালুমিনিয়াম
iii. সিলিকন ও আয়রন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i
উদ্দীপকটি পড়ো এবং ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :
মিজান মিয়ানমারে একটি পর্বত দেখল, যা শিলায় ভাঁজ পড়ে সৃষ্টি হয়েছে। পর্বতটি বিশাল জায়গাজুড়ে অবস্থিত এবং অনেকটা হিমালয় পর্বতের মতো।
১৪। মিজানের দেখা পর্বতটি কোন পর্বতের অন্তর্গত?
ক. আগ্নেয় খ. ভঙ্গিল
গ. স্তূপ ঘ. ল্যাকোলিথ
১৫। হিমালয় কোন পর্বতের সাদৃশ্য?
i. ভঙ্গিল ii. স্তূপ
iii. ল্যাকোলিথ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. i ও ii ঘ. ii ও iii
১৬। ভূ-অভ্যন্তর কী কী মণ্ডলে বিভক্ত?
ক. অশ্মমণ্ডল ও গুরুমণ্ডল
খ. গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল
গ. কেন্দ্রমণ্ডল ও অশ্মমণ্ডল
ঘ. মহাবিশ্বের জ্যোতিষ্কের সৃষ্টি
১৭। প্রশস্ত ও বিস্তীর্ণ সমতল ভূ-ভাগকে কী বলে?
ক. মালভূমি
খ. সমভূমি
গ. নিম্নভূমি
ঘ. পর্বত
উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :
মাহী ভূগোল পড়ে জানতে পারল, পলি সঞ্চিত হয়ে পাহাড়ের পাদদেশে নতুন সমভূমি গড়ে ওঠে। বাংলাদেশের কিছু অঞ্চলে এ সমভূমি দেখা যায়।
১৮। উদ্দীপকে কোন সমভূমির কথা বলা হয়েছে?
ক. প্লাবন
খ. পাদদেশীয়
গ. হিমবাহ
ঘ. নদী বিধৌত
১৯। মাহীর দেখা সমভূমিটির সঙ্গে যে সমভূমির মিল রয়েছে—
i. পলল
ii. ক্ষয়জাত
iii. সঞ্চয়জাত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২০। কোন অবস্থায় ক্ষয়ই নদীর প্রধান কাজ?
ক. সমভূমি অবস্থায়
খ. পার্বত্য অবস্থায়
গ. ব-দ্বীপ অবস্থায়
ঘ. মালভূমি অবস্থায়
২১। সমুদ্রপৃষ্ঠ থেকে বরেন্দ্র ভূমির গড় উচ্চতা কত?
ক. ১৪-২০ মি.
খ. ১৫-২০ মি.
গ. ২০-২৫ মি.
ঘ. ১৫-২৫ মি.
২২। বরেন্দ্রভূমির মাটির রং কেমন?
i. অনেকটা হলুদ
ii. লালচে হলুদ
iii. হলুদ ও লালচে হলুদ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. iii ঘ. i, ii ও iii
২৩। ব-দ্বীপ সমভূমিকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
ক. ২ ভাগে খ. ৩ ভাগে
গ. ৪ ভাগে ঘ. ৫ ভাগে
উত্তরগুলো মিলিয়ে নাও
১. ক ২. গ ৩. খ ৪. গ ৫. গ
৬. ঘ ৭. ঘ ৮. ক ৯. ক ১০. খ ১১. গ ১২. খ ১৩. ঘ ১৪. খ
১৫. ক ১৬. খ ১৭. খ ১৮. খ
১৯. খ ২০. খ ২১. খ ২২. ক
২৩. খ
এইচএসসি মডেল টেস্ট (Kalerkantho/03 Mar)
বহু নির্বাচনী প্রশ্ন
১। সমভূমি প্রধানত কত প্রকার?
ক. ২ প্রকার খ. ৩ প্রকার
গ. ৫ প্রকার ঘ. ৪ প্রকার
২। পৃথিবীর ভূমিরূপ সৃষ্টির কারণ—
ক. বন্যা খ. পাহাড় ধস
গ. ভূ-আলোড়ন ঘ. জলোচ্ছ্বাস
৩। ভূগোলকে প্রাকৃতিক বিজ্ঞানের কী বলা হয়?
ক, পিতা খ. জননী
গ. বন্ধু ঘ. অভিভাবক
৪। কিসের ফলে বায়ুরাশি পৃথিবীর গায়ে লেগে আছে এবং পৃথিবীর সঙ্গে আবর্তন করছে?
ক. আলোকবর্ষ খ. অভিকর্ষণ
গ. মাধ্যাকর্ষণ ঘ. মহাকর্ষ
৫। প্রাকৃতিক ভূগোলের কোন অংশে পদার্থবিদ্যার আলোচনা হয়?
ক. পানিবিদ্যা
খ. ভূমিরূপবিদ্যা
গ. সমুদ্রবিদ্যা
ঘ. সব অংশে
৬। প্রাণ ও পরিবেশের মিথস্ক্রিয়া আলোচিত হয় কোন বিদ্যায়?
ক. জলবায়ুবিদ্যা খ. পানিবিদ্যা
গ. জ্যোতির্বিদ্যা ঘ. বাস্তুবিদ্যা
৭। কোন প্রক্রিয়ায় পানি বায়ুমণ্ডলে প্রবেশ করে?
ক. মেঘ হয়ে
খ. বরফকণা হয়ে
গ. বাষ্পীভূত হয়ে
ঘ. ঘনীভূত হয়ে
৮। পৃথিবীর আবহাওয়া ও জলবায়ুর জন্য কোনটি দায়ী?
ক. বায়ুমণ্ডল
খ. জীবমণ্ডল
গ. জলবায়ুতত্ত্ব
ঘ. ভূমিরূপবিদ্যা
৯। উত্পত্তির সময় পৃথিবীর অবস্থা ছিল—
i. জ্বলন্ত বাষ্পপিণ্ডের মতো
ii. গ্যাসীয় পিণ্ডের মতো
iii. অগ্নিপিণ্ডের মতো
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০। প্লেট টেকটনিক তত্ত্ব মতে, সমগ্র পৃথিবীতে কয়টি বৃহৎ প্লেট রয়েছে?
ক. ৭টি খ. ৮টি
গ. ৯টি ঘ. ১০টি
১১। গ্রানাইট ও ব্যাসল্ট জাতীয় শিলাস্তরের সীমারেখাকে কী বলে?
ক. কনডার বিযুক্তি
খ. কনডাল বিযুক্তি
গ. কনরাড বিযুক্তি
ঘ. কনডাম বিযুক্তি
১২। সূর্যের সঙ্গে পৃথিবীর সম্পর্কের কারণ—
ক. পৃথিবী ও সূর্যের একই কক্ষপথ থাকে
খ. পৃথিবী সূর্যের নিকটবর্তী কক্ষপথে থাকে
গ. সূর্য ও পৃথিবী সমান আকৃতির
ঘ. পৃথিবী সূর্যের একটি উপগ্রহ
১৩। কোন উপাদানের আধিক্যের জন্য অক্ষমণ্ডলকে সীমা বলা হয়?
i. সিলিকন ও ম্যাগনেসিয়াম
ii. সিলিকন ও অ্যালুমিনিয়াম
iii. সিলিকন ও আয়রন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i
উদ্দীপকটি পড়ো এবং ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :
মিজান মিয়ানমারে একটি পর্বত দেখল, যা শিলায় ভাঁজ পড়ে সৃষ্টি হয়েছে। পর্বতটি বিশাল জায়গাজুড়ে অবস্থিত এবং অনেকটা হিমালয় পর্বতের মতো।
১৪। মিজানের দেখা পর্বতটি কোন পর্বতের অন্তর্গত?
ক. আগ্নেয় খ. ভঙ্গিল
গ. স্তূপ ঘ. ল্যাকোলিথ
১৫। হিমালয় কোন পর্বতের সাদৃশ্য?
i. ভঙ্গিল ii. স্তূপ
iii. ল্যাকোলিথ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. i ও ii ঘ. ii ও iii
১৬। ভূ-অভ্যন্তর কী কী মণ্ডলে বিভক্ত?
ক. অশ্মমণ্ডল ও গুরুমণ্ডল
খ. গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল
গ. কেন্দ্রমণ্ডল ও অশ্মমণ্ডল
ঘ. কোনোটিই নয়
১৭। প্রশস্ত ও বিস্তীর্ণ সমতল ভূ-ভাগকে কী বলে?
ক. মালভূমি খ. সমভূমি
গ. নিম্নভূমি ঘ. পর্বত
উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :
মাহী ভূগোল বিষয় পড়ে জানতে পারল, পলি সঞ্চিত হয়ে পাহাড়ের পাদদেশে নতুন সমভূমি গড়ে ওঠে। বাংলাদেশের কিছু অঞ্চলে এ সমভূমি দেখতে পাওয়া যায়।
১৮। কোন সমভূমির কথা বলা হয়েছে?
ক. প্লাবন খ. পাদদেশীয়
গ. হিমবাহ ঘ. নদী বিধৌত
১৯। মাহীর দেখা সমভূমিটির সঙ্গে যে সমভূমির মিল রয়েছে—
i. পলল ii. ক্ষয়জাত
iii. সঞ্চয়জাত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. র, ii ও iii
২০। কোন অবস্থায় ক্ষয়ই নদীর প্রধান কাজ?
ক. সমভূমি অবস্থায়
খ. পার্বত্য অবস্থায়
গ. ব-দ্বীপ অবস্থায়
ঘ. মালভূমি অবস্থায়
Tag:HSC Geography 1st Paper Suggestion 2017 for Dhaka Board, Rajshahi Board, Barisal Board, Chittagong Board, Dinajpur Board, Sylhet Board, Jessore Board. All Groups of students Science, Arts, Commerce, Business ect will find their 100% common suggestion for HSC Examination 2017.ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, বরিশাল বোর্ড, চট্টগ্রাম বোর্ড, দিনাজপুর বোর্ড, সিলেট বোর্ড, যশোর বোর্ডের জন্য এইচএসসি ভূগোল 1 ম পত্র প্রস্তাবনা 2017. শিক্ষার্থীদের বিজ্ঞান, কলা, বাণিজ্য, ব্যবসা ect, সকল গোষ্ঠী এইচএসসি পরীক্ষায় 2017 জন্য তাদের 100% কমন পরামর্শ পাবেন.,GEOGRAPHY 1 SUGGESTION AND QUESTION PATTERNS OF HSC EXAMINATION 2017,
GEOGRAPHY 1 SUGGESTION AND QUESTION PATTERNS OF HSC EXAMINATION 2017,GEOGRAPHY 1 SUGGESTION AND QUESTION PATTERNS OF HSC EXAMINATION 2017-1,
0 comments:
Post a Comment