[S.S.C]কৃষি শিক্ষা নৈর্ব্যক্তিক সাজেশন এস.এস.সি 2017 পরিক্ষার্থীদের জন্য




১. খরিপ-২ মৌসুমকে কোন কাল বলা হয়?
ক. গ্রীষ্মকাল
খ. বর্ষাকাল
গ. শরৎকাল
ঘ. হেমন্তকাল
২. বুনটের ওপর ভিত্তি করে মাটিকে কয়
ভাগে ভাগ করা যায়?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
৩. ভূমিক্ষয়ের কারণ হচ্ছে?
i. বায়ু প্রবাহ
ii. অতিরিক্ত বৃষ্টিপাত
iii. চাষ পদ্ধতি
কোনটি সঠিক?
ক. i
খ. i ও ii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪. টিএসপি সারে শতকরা কত ভাগ ফসফেট থাকে?
ক. ৪৫%
খ. ৪৬%
গ. ৪৮%
ঘ. ৫০%
৫. রোগিং কয়টি পর্যায়ে করা হয়?
ক. এক
খ. দুই
গ. তিন
ঘ. পাঁচ
৬. বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প কোনটি?
ক. কেআই প্রজেক্ট
খ. সিআই প্রজেক্ট
গ. এমআই প্রজেক্ট
ঘ. জিকে প্রজেক্ট
৭. বাংলাদেশের প্রধান সবজি কোনটি?
ক. আলু
খ. বেগুন
গ. শিম
ঘ. টমেটো
৮. বন্যপ্রাণী সংশোধিত আইন কত সালে
চালু হয়েছে?
ক. ১৮৭৪
খ. ১৯৭২
গ. ১৯৭৪
ঘ. ১৯৭৮
৯. মেহগনি বীজের অংকুরোদগম কাল কত দিন?
ক. ২০-৩০ দিন
খ. ২৫-৩০ দিন
গ. ৩০-৩৫ দিন
ঘ. ৩০-৪০ দিন
১০. বর্ষায় পানি পেলে মরে যায় কোন গাছটি?
i. কাঁঠাল
ii. সেগুন
iii. মেহগনি
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. i ও ii
গ. ii ওiii
ঘ.i, ii ও iii
১১. কোনগুলো লোনা পানির মাছ?
ক. রুই, কতলা, বোয়াল
খ. ইলিশ, কই, শিং
গ. রূপচাঁদা, ছুরি, ইলিশ
ঘ. কোরাল, বোয়াল, ভেটকি
১২. মাছের কোন রোগকে ড্রপসি বলা হয়?
ক. ফুলকা পঁচা রোগ
খ. পাখনা পঁচা রোগ
গ. ক্ষত রোগ
ঘ. পেটফুলা রোগ
১৩. প্রখর সূর্যতাপে মাছ কত দিনে শুঁটকি হয়?
ক. ৭-৮ দিন
খ. ৪-৫ দিন
গ. ২-৩ দিন
ঘ. ৫-৬ দিন
১৪. হাঁসের ডিম ফুটতে কত দিন লাগে?
ক. ১৮
খ. ১৯
গ. ২১
ঘ. ২৮
নিচের অনুচ্ছেদটি পড় এবং ১৫-১৬নং প্রশ্নের
উত্তর দাও নাজমুল প্রশিক্ষণ নিয়ে
মুরগি পালন শুরু করল। সে জেনেছে কীভাবে
লেয়ার মুরগির খাদ্য তৈরি করতে হয়। এর
মাধ্যমে তার ভাগ্য বদল শুরু হয়েছে।
১৫. লেয়ার মুরগিকে দৈনিক কত গ্রাম খাদ্য
দিতে হয়?
ক. ৮০-৯০ গ্রাম
খ. ১১০-১২০ গ্রাম
গ. ১৪০-১৫০ গ্রাম
ঘ. ১৭০-১৮০ গ্রাম

0 comments:

Post a Comment

 
Top