মৃত্যুর ছায়া রকিব হাসান

গভীর হলো রাত। নিঝুম নীরবতা চারদিকে। ঠিক এইসময় অদ্ভুত, অবিশ্বাস্য ঘটনাটা ঘটতে শুরু করল। নড়তে শুরু করেছে সিগন্যালম্যানের ছিন্ন-মুণ্ড! এতক্ষন আকাশের দিকে তাকিয়ে ছিল মুণ্ডের চোখ দুটো, এখন ঘুরতে শুরু করেছে। মুণ্ডটার ত্রি-সীমানায় কোন জন্তু-জানোয়ার নেই যে নাড়বে ওটাকে। ঝকঝকে বালির বুকে ওটা একা। নিজের শরীরে কাঁপন অনুভব করলেন এন্ডারসন। ঠাণ্ডা হয়ে আসতে চাইছে হাত-পা। জিভ দিয়ে চেটে নিলেন শুকনো ঠোঁটজোড়া। এক সেকেন্ডের বিরতির পর আবার নড়ে উঠল মাথাটা। বার-দুয়েক এপাশ-ওপাশ করে গড়িয়ে চলল ধড়টার দিকে। গলার কাছে পৌঁছে গড়ানো বন্ধ হয়ে গেল। ধীরে ধীরে ফিরল এদিকে। সরাসরি একেবারে তাঁর দিকে দৃষ্টি ফেরাল নিষ্প্রাণ চোখ দুটো!
নামঃমৃত্যুর ছায়া
লেখকঃ রকিব হাসান
পৃষ্ঠাঃ ৬৮
কভার, স্ক্যান ও এডিটঃ শুভম
প্রকাশনাঃ প্রজাপতি
প্রকাশকালঃ ১৯৯৪
সাইজঃ ৬.৩২ মেগাবাইট
রেজুলেশনঃ ৬০০ ডিপিআই




0 comments:

Post a Comment

 
Top