সমরেশ মজুমদার বিখ্যাত ভারতীয় বাঙালি ঔপন্যাসিক। তাঁর অনেক রচনাতেই উত্তরবঙ্গের কথা ঘুরে ফিরে আসে । তিনি বেশ কিছু সফল টিভি সিরিয়ালের কাহিনীকার।

জন্ম ও প্রাথমিক জীবন

সমরেশ মজুমদার জন্মগ্রহন করেন বাংলা ১৩৪৮ সনের ২৬শে ফাল্গুন, ১০ই মার্চ ১৯৪২। তাঁর শৈশব কেটেছে ডুয়ার্সের চা বাগানে। তাঁর প্রাথমিক শিক্ষা শুরু হয় জলপাইগুড়ি জেলা স্কুল থেকে। তিনি বাংলায় গ্রাজুয়েশন সম্পন্ন করেন কোলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে এবং মাষ্টার্স সম্পন্ন করেন কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। কর্মজীবনে তিনি আনন্দবাজার প্রকাশনার সাথে যুক্ত ছিলেন। গ্রুপ থিয়েটারের প্রতি তাঁর প্রচন্ড আসক্তি ছিলো। তাঁর প্রথম গল্প “অন্যমাত্রা” লেখাই হয়েছিলো মঞ্চনাটক হিসাবে, আর সেখান থেকেই তার লেখকজীবনের শুরু। তাঁর লেখা অন্যমাত্রা ছাপা হয়েছিলো দেশ পত্রিকায় ১৯৬৭ সালে। সমরেশ মজুমদারের প্রথম উপন্যাস “দৌড়” ছাপা হয়েছিলো দেশ পত্রিকায় ১৯৭৬ সালে। তিনি শুধু তাঁর লেখনী গল্প বা উপন্যাসের মধ্যে সীমাবদ্ধ রাখেননি ছোটগল্প, ভ্রমণকাহিনী থেকে কিশোর উপন্যাস লেখনীতে তাঁর জুড়ি মেলা ভার। সমরেশ মজুমদারের উল্লেখযোগ্য উপন্যাসগুলির মধ্যে সাতকাহন, তেরো পার্বণ, স্বপ্নের বাজার, উজান গঙ্গা, ভিক্টোরিয়ার বাগান, আট কুঠুরি নয় দরজা, অনুরাগ ইত্যাদি উল্লেখযোগ্য। তার ট্রিলজি 'উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ ' বাংলা সাহিত্য জগতে তাকে বিশেষ খ্যাতির অধিকারী করেছে।
অনেক অসাধারণ লেখনীর শব্দের এই রূপকার জাতীয় এবং আন্তর্জাতিক অনেক পুরস্কার অর্জন করেছেন। ১৯৮২ সালে আনন্দ পুরষ্কার, ১৯৮৪ সালে সত্য আকাদেমী পুরষ্কার, বঙ্কিম পুরস্কার এবং আইয়াইএমএস পুরস্কার জয় করেছেন। স্ক্রীপ্ট লেখক হিসাবে জয় করেছেন বিএফজেএ, দিশারী এবং চলচিত্র প্রসার সমিতির এওয়ার্ড। সমরেশ কলকাতা, তথা বাংলার সর্বকালের অন্যতম সেরা লেখক হিসাবে পাঠকমন জয় করেছেন।
শিক্ষা
স্কটিশ চার্চ কলেজ থেকে বাংলায় অনার্স নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম-এ করেন।

গ্রন্থ তালিকা

সত্যমেব জয়তে
আকাশ না পাতাল
তেরো পার্বন
সওয়ার
টাকাপয়সা
তীর্থযাত্রী
ভালবাসা থেকে যায়
নিকট কথা
ডানায় রোদের গন্ধ
জলছবির সিংহ
মেয়েরা যেমন হয়
একশো পঞ্চাশ (গল্প সংকলন)
উত্তরাধিকার
কালবেলা
কালপুরুষ
গর্ভধারিনী
হৃদয় আছে যার
সর্বনাশের নেশায়
ছায়া পূর্বগামিনী
এখনও সময় আছে
স্বনামধন্য
কলিকাল
স্বপ্নের বাজার
কলকাতা
অনুরাগ
তিনসঙ্গী
ভিক্টোরিয়ার বাগান
সহজপুর কতদূর
অনি
সিনেমাওয়ালা
সূর্য ঢলে গেলে
আশ্চর্যকথা হয়ে গেছে
অগ্নিরথ
অনেকই একা
আট কুঠুরি নয় দরজা
আত্মীয়স্বজন
আবাস
আমাকে চাই
উজান গঙ্গা
কষ্ট কষ্ট সুখ
কুলকুন্ডলিনী
কেউ কেউ একা
জনযাজক
জলের নিচে প্রথম প্রেম
জ্যোৎস্নায় বর্ষার মেঘ
দায়বন্ধন
দিন যায় রাত যায়
দৌড়
বড় পাপ হে (গল্প)
বিনিসুতোয়
মনের মতো মন
মেঘ ছিল বৃষ্টিও
শরণাগত
শ্রদ্ধাঞ্জলি
সাতকাহন
সুধারানী ও নবীন সন্ন্যাসী
হরিনবাড়ি
কইতে কথা বাধে
মধ্যরাতের রাখাল
আকাশে হেলান দিয়ে
কাল ফট
শয় চোখ
হৃদ
সন্ধ মানু
বুন পাল
বন্
শ কাছ
জ যৌব
এ কেন
এই রেণু
উন

পুরস্কার তালিকা

আনন্দ পুরস্কার, ১৯৮২
সাহিত্য আকাদেমি পুরস্কার, ১৯৮৪
সমরেশ মজুমদারের সমস্ত বই এখানে ক্লিক করে ডাউনলোড করুন ( level)

0 comments:

Post a Comment

 
Top