বই : কোথায় খুঁজিব তারে

লেখক : আবদুল্লাহ- আল- নোমান
পেজ : ৭০
দাম : ১৫০, তবে ফ্রীতে ডাউনলোড করুন
সাইজ:- ২ এমবি
বইয়ের ধরন: উপন্যাস
ক্যাটেগরি : সমকালীন
১ম প্রকাশ : ২০১৬
ডাউনলোড কোথায় খুজিব তারে

রিভিউ:- আড্ডায় বইয়ের পাতা থেকে সংগৃহীত

 যে বইগুলো পড়েছি সেগুলোর শেষ কষ্ট দিয়ে শেষ হয়েছে যেটা আমি আন্দাজ করতে পেরেছিলাম কিন্তু এই বইয়ের ৬৬ পাতায় এসে এরকম ধাক্কা এক্সপেক্ট করেনি। কাহীনি যেমন সুন্দর ভাবে এগুচ্ছিল ভাবছিলাম শেষটাও ঠিক সেরকম সুন্দর হবে। আমার মনে মনে ভাবছিলাম শেষটা কি সত্যি সত্যি সুন্দর হবে? হয়নি। হঠাৎ একটা আচমকা ঝড় এসে পাল্টে দিল ঘটনার মোড়, এ গল্পের কোন চরিত্র যেমন সেটা আসা করেনি তেমনি আমিও করিনি।
আমাদের আজকের গল্পের নায়ীকা
# মৌনতা । সদ্য ইউনিভার্সিটিতে পড়া মৌনতা যেমন দুরন্ত তেমনি চটপটে। সারাদিনের অধিকাংশ সময় কাটে বাচ্চাদের সংগে খেলে, আড্ডা দিয়ে। বাচ্চারা সবাই মৌনতাকে ভিষন ভালবাসে ,কারন মৌনতাই তো সব খেলার স্পন্সার।
শুধু বাচ্চারাই নয় মৌনতাকে ভালবেসে তার বাড়ির সবাই কারন পুলিশ কমিশনার বেনজীর আহমেদের একমাত্র কন্যা মৌনতা। মেয়ের কোন ইচ্ছাই তিনি অপূর্ণ রাখেন নি যখন যা চায় তাই এনে দেয়। এই এনে দেয়া স্বভাব টার কারনেই নাকি মৌনতা বিপথে যাচ্ছে এটা বলে মৌনতার মা। কিন্তু মৌনতা যে কোনদিনই বিপথে যাবেনা এটা ভালো করেই জানেন তিনি। তাই রাগের অভিনয় করে শাসন করে। এজন্য অবশ্য মৌনতা এবং তার বাবা মজার এক প্লান করে। প্লান্টা সত্যিই মজার।
মজাগুলোকে আরো রাঙ্গিয়ে তুলেই মৌনতার জীবনে আসে ভালবাসা। তারিফকে ঘিরেই মৌনতার সব ভাবলাসা। তারিফের সাথে কথা বলা পরিচয় পর্ব একটা ইন্টারেস্টিং ব্যাপার। তবে এতটুকু বলে রাখি তারিফের সাথে পরিচয় হওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে মৌনতার পোষা কুকুর বব।
তারিফ কি ধনী? নাকি গরীব? মৌনতার পরিবার কি একমাত্র মেয়ের এই ভালবাসা মেনে নেবে? এসব প্রশ্নের উওর খুব সহজ। কিন্তু আমি এখন সেটা বলতে চাইনা।
এতটুকু বলতে চাই মৌনতাকে নিয়ে তার পরিবারের একটা ভয় আছে। মৌনতার একটা সিক্রেট আছে যেটা মৌনতা ছাড়া তার আপনজন সবাই জানে। এই সিক্রেট কি হতে পারে। এমনটা ভাবার সময় আমার মাথায় ১ম যে উওর এসেছিল সেটাই যে সত্য শেষে তার প্রমান পেয়েছি।
উপন্যাসটি আমার আমার অনেক ভালো লেগেছে।
মৌনতার যে বান্ধবী বিদেশে থাকে তারসঙ্গে মৌনতার ফোনে আলাপের বিষয়টা পড়ার পর আমার কেন জানি মনে হচ্ছে আমি মেয়েদের গোপণ বিষয় জেনে ফেলেছি। গোপন বিষয় জানতে পারায় একটু অপরাধী অপরাধী লাগছে।
আর একটা কথা বইটাকে একজনের খোজার কথা বলা হয়েছে যাকে খোজার কথা বলা হয়েছে তিনি সত্যি মহান একজন মানুষ। একজন মানুষ কতটা মহান হলে এতটা ভালো হতে পারে?????
যাইহোক আশাকরি আপনাদের ভালো লাগবে।

0 comments:

Post a Comment

 
Top