অপদেবী । লেখক : তৌফির হাসান উর রাকিব । প্রকাশনা সংস্থা : সেবা প্রকাশনী । জনরা : অতিপ্রাকৃত উপন্যাসিকা সংকলন । প্রথম প্রকাশ: জানুয়ারি ২০১৬ । পৃ : ৭২ । সিনপসিস : কেমন লাগবে যদি জানতে পারেন আপনার প্রতিবেশী একরাতে রচনা করে ফেলেছে কালজয়ী একখানি উপন্যাস ? তাও আবার এক অপদেবীর হাত আছে তাতে ? এক প্রাচীন লাইব্রেরি , লালন ফকির , সুকুমার রায় আরো বহু রথী-মহারথী কোন পথে পেয়েছেন অমরত্ব ? ... রাতারাতি গায়েব হয়ে গেলো বুনো পশ্চিমা এক শহরের সব ঘোড়া ? এর পেছনে কি অলৌকিক কারো হাত আছে ? ... আর কেমন লাগবে যদি জীবন আর মৃত্যুর মাঝের এক জগতে আটকা পড়ে যান আপনি ? ... এসব প্রশ্নের জবাব রয়েছে 'অপদেবী'তে । পাঠানুভূতি : বাংলা ভাষায় নভেলা নিয়ে এমনিই অনেক কম কাজ করা হয়েছে । লেখক সম্পূর্ণ মৌলিক এবং আকর্ষণীয় প্লটে সুন্দরভাবে গল্প বলেছেন । বিশেষ করে ওয়েস্টার্ন আর হররের মত দুই জনরা এক নভেলায় পেলে লোভ সামলানো দায় বৈকি ! লেখকের জন্য শুভকামনা আর এভাবেই যেন সেবা প্রকাশনী তরুণ লেখকদের সাথে আমাদের পরিচয় করিয়ে দিতে থাকে সেই আশাবাদ
19 Sep 2016

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top